Posts

বাংলায় নবাবী শাসন 1717-1757-1880

Image
বাংলার নবাবগণ  ছিলেন সম্পূর্ণ রূপ  বাংলা - বিহার - উড়িষ্যার   নওয়াবে নিজাম । মুঘল আমলে যারা  সুবাহ বাংলার  প্রাদেশিক শাসক ছিলেন। ১৭১৭ থেকে ১৭৫৭ সাল পর্যন্ত তারা সার্বভৌম বাংলার প্রধান হিসেবে এই অঞ্চল শাসন করেছেন। পদটি মুঘল আমলে পুরুষানুক্রমিকভাবে নাজিম ও সুবেদার থেকে সৃষ্টি হয়েছিল এবং পরবর্তীতে তারা সংশ্লিষ্ট অঞ্চলসমূহে স্বাধীনভাবে শাসন করেছিলেন। [৫]  বাংলার শেষ স্বাধীন নবাব  সিরাজদ্দৌলা   পলাশীর যুদ্ধে   মীরজাফর  কর্তৃক বিশ্বাসঘাতকতার স্বীকার হন, ফলে  সিরাজ-উদ-দৌলা  পলাশীর যুদ্ধে হারার মাধ্যমে বাংলার শেষ স্বাধীন  নবাবে  পরিণত হন ৷ তিনি ব্রিটিশদের কাছে পরাজিত হন যারা ১৭৫৭ সালে বাংলা অধিগ্রহণ করে মীর জাফরকে ক্ষমতায় বসান এবং একটি রাজনৈতিক ধারা প্রবর্তন করেন। [  
Image
  সুবেদারী শাসন : To বাংলার ১ম সুবেদার: ইসলাম খাঁ (ঢাকার দোলাই খাল খনন করেন) মনে রাখা জরুরীঃ হুগলি থেকে - কাসেম খান জুয়িনী (শাহজাহানের আদেশে) পর্তুগিজ বিতাড়ন → বাংলা থেকে কাসেম খান (শেরশাহের আমলে) → চট্টগ্রাম থেকে শায়েস্তা খান নবাবী শাসন : ৮০ ১ম নবাবঃ নবাব মুর্শিদকুলী খান (রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন, Lo বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উ-দ্দৌলা Confusion clear ~ তুঘলক বংশের শেষ সুলতান : মাহমুদ শাহ / শেষ স্বাধীন সুলতান (সুলতানী আমলের) : গিয়াসউদ্দিন মাহমুদ শাহ স্থাপনা : অবস্থান নির্মাতা/শাসনামল . শাহজাহান ● লালকেল্লা * লালবাগের কেল্লা – ঢাকা - শায়েস্তা খাঁ * বাংলাকে ভারতের শস্যভান্ডার বলেছেন - বার্ণিয়ের